দেশ

নকল বিষাক্ত স্যানিটাইজার বিক্রির অভিযোগে ১১ সংস্থার বিরুদ্ধে এফআইআর

করোনা আবহে নিত্যদিনই বাজারে আসছে একাধিক নামী ও অনামী স্যানিটাইজার। বিক্রিও হচ্ছে দেদার। কিন্তু এরমধ্যে কোন স্যানিটাইজারের গুনগত মান ভাল বা খারাপ সেই বিষয়ে আমরা অবগত নই। ফলে সেই সুযোগকে কাজে লাগিয়ে অনেক সংস্থাই নিম্নমানের স্যানিটাইজার বিক্রি করছিল। এবার এমন ১১টি সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। সেই সঙ্গে তাঁদের লাইসেন্সও বাজেয়াপ্ত করল হরিয়ানা সরকার। জানা যাচ্ছে, রাজ্যে বিভিন্ন জেলায় গিয়ে ২৪৮ টি স্যানিটাইজারের নমুনা সংগ্রহ করেছিল ফুড এন্ড ড্রাগ প্রশাসনের আধিকারিকরা। যার মধ্যে ১২৩ টির তথ্য এখনও প্রকাশ্যে এসেছে। যেখানে ১০৯ টি স্যানিটাইজারের মান উত্তীর্ণ হলেও ১৪ টি ব্যর্থ হয়েছে। এর মধ্যে ৯ টি ব্র্যান্ডের স্যানিটাইজারে নিম্নমানের পদার্থের সন্ধান পাওয়া গেছে এবং বাকি ৫ টি নমুনার মধ্যে বেশি পরিমাণে মিথেনল পাওয়া গেল যা শরীরের পক্ষে ক্ষতিকারক।