বিদেশ

করোনার জের, আগামী জুলাই পর্যন্ত কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থা চালু করলো ফেসবুক কর্তৃপক্ষ

করোনা পরিস্থিতিতে সব কর্মীরই ‘ওয়ার্ক ফ্রম হোম’ ব্যবস্থা চালু করে দিল ফেসবুক কর্তৃপক্ষ। আগামী বছরের জুলাই মাস পর্যন্ত কর্মীরা বাড়িতে বসে কাজ করতে পারবেন। একটি ভার্চুয়াল আলোচনায় একথা ঘোষণা করেন সংস্থার সিইও মার্ক জুকারবার্গ। ফেসবুক জানিয়েছে, যাঁরা বাড়িতে বসে কাজ করবেন, তাঁদের অফিসের সরঞ্জাম কেনা ও অন্যান্য খরচ বাবদ প্রায় ১ হাজার ডলার দেওয়া হবে। গত সপ্তাহেই অবশ্য তড়িঘড়ি পুরোদমে অফিস চালুর জল্পনায় জল ঢেলেছিলেন স্বয়ং জুকারবার্গ। তিনি বলেছিলেন, দুম করে করোনা উবে যেতে পারে না। ফলে সংক্রমণের কথা মাথায় রেখে আপাতত কর্মীদের অফিসে আসতে বলা সম্ভব নয়। ইতিমধ্যে ট্যুইটার, গুগলের মতো সংস্থা ওয়ার্ক ফ্রম হোমকেই আগামী দিনে কর্মসংস্কৃতির মডেল মনে করেছে।