গতকালই ট্যুইট করে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি করোনা আক্রান্ত। তাঁকে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতিকে।চিকিত্সায় সাড়া দিচ্ছেন। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, গতকাল অর্থাত্ সোমবার ব্রেন সার্জারি হয় প্রাক্তন রাষ্ট্রপতির। তারপর থেকেই তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। এ দিন সকালে সংবাদমাধ্যমে অভিজিত্ মুখোপাধ্যায় বলেন, ”অস্ত্রোপচারের পর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে আগামী চার দিন চিকিত্সকদের পর্যবেক্ষণেই রয়েছেন। এক ঘণ্টা অন্তর বুলেটিন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবারের এক জন করে সদস্য হাসপাতালে যাওয়ার অনুমতি পেয়েছেন।”