ভাড়াবৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালীন ধর্মঘট ডেকেছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। বাস মালিকদের বৃহত্ এই সংগঠন ধর্মঘটের ডাক দেওয়ার অর্থ যে রাস্তা থেকে কয়ের হাজার বে-সরকারি বাসের উধাও হয়ে যাওয়া, তা নিয়েও কোনো দ্বিমত নেই। তবে প্রাথমিক ভাবে এই ধর্মঘট পালিত হবে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায়।
সংগঠনের তরফে জানানো হয়েছে, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে ওই ধর্মঘট। কবে উঠবে তা বোঝা যাবে রাজ্য সরকারের পদক্ষেপের ওপর। অর্থাত্ পুজোর মুখে রাজ্যজুড়ে বেসরকারি বাস ধর্মঘট। ভাড়াবৃদ্ধির ব্যাপারে বাসমালিকদের দীর্ঘদিনের দাবি সরকারের মান্যতা পায়নি। যদিও বিভিন্ন রুটে বেসরকারি বাসে বেআইনিভাবে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। ক্রমেই বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। লোকসানে চলতে চলতে এবার পুজোর মুখে আরও একবার বেসরকারি বাস ধর্মঘটের কথাবার্তা ভাবছেন বেসরকারি বাস মালিকদের সংগঠনগুলি। সেই সঙ্গে তাঁরা অনশন আন্দোলনও শুরু করার কথাও ভাবছেন। তবে তার আগে সংগঠনের জেলার সদস্যদের মতামতও নেবেন তাঁরা। সেই মতামত নিয়েই অনশন আন্দোলনের কথা ঘোষণা করা হবে। কলকাতায় মেট্রো চ্যানেলে এই অনশন শুরু হবে। জেলায় জেলায় জেলাশাসকদের কার্যালয়ের সামনে বা পাশে শুরু হবে অনশন আন্দোলন।