পশ্চিম মেদিনীপুর: মোবাইল দোকান ও কাপড় দোকানে আগুন লেগে ভস্মীভুত, দমকল দেরিতে আসতে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের।বুধবার ভোর সকালে নারায়নগড় থানা থেকে অনতি দূরে একটি মোবাইল দোকানে আগুন লেগে ভস্মীভুত হয়ে যায়।তার আগুনে পাশের একটি কাপড় দোকান ও ভস্মীভূত হয়।কাপর দোকানে মধ্যে ঘুমিয়ে থাকার কারণে দোকানের মালিক রাজীব দাস আহত হয়।দুটি দোকানমিলিয়ে প্রায় পঞ্চাশ লক্ষের ও বেশি ক্ষতি হয়েছে। হাসপাতালে ভর্তি রাজীব দাস।দমকলে খবর দেওয়া হলে দমকল দেরিতে আসায় প্রায় আধ ঘন্টা ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে,পরে দমকলের একটি ইঞ্জিনের প্রায় ৪০ মিনিটের চেষ্টায় তা নিয়ন্ত্রনে আসে।এলাকাবাসীরা স্থানীয় পুলিশ ও দমকলের গাফিলতির প্রসঙ্গ তুলেছে।শর্টসার্কিট থেকে আগুন বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের।