কলকাতা

তাজপুরে বন্দর, দিঘায় কেবল ল্যান্ডিং স্টেশন, একগুচ্ছ সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার

করোনা পরিস্থিতিতে রাজ্যে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে একাধিক সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, তাজপুরে বন্দর তৈরি করবে রাজ্য সরকার। কারণ, এই নিয়ে কেন্দ্র কিছুই করছে না। তাই তাজপুরে যে বন্দর হবে তা রাজ্য সরকার করবে। এর ফলে ওই এলাকার মানুষের অর্থনৈতিক ও জীবনযাত্রার উন্নতি হবে। প্রচুর কর্মসংস্থান হবে। তবে এই বন্দর প্রকল্পে রাজ্য সরকারের সঙ্গে কারা কারা যুক্ত হবে তা পরে টেন্ডারের মাধ্যমেই ঠিক হবে। এছাড়াও, মুখ্যমন্ত্রী জানান, দিঘাতে পূর্ব ভারতের প্রথম কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি হবে। এই প্রকল্পে রিলায়েন্স জিও ১০০০ কোটি টাকা বিনিয়োগ করছে। মূলত, অত্যন্ত দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা এর মাধ্যমে পাওয়া যাবে। বর্তমান এই ধরনের ইন্টারনেট পরিষেবা সমুদ্রের তলা দিয়ে যাওয়া কেবলের মাধ্যমে দেওয়া হয়। এখন চেন্নাই ও মুম্বইতে রয়েছে এই ধরনের ল্যান্ডিং স্টেশন রয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও রাজ্য সরকার নিজেদের আয় বাড়াতে ওয়েস্টবেঙ্গল স্টেট ব্রডব্যান্ড পলিসি ২০২০-তে এদিন ছাড়পত্র দিয়েছে। রেলমন্ত্রী থাকার সময় রেলে এই প্রকল্প করা হয়েছিল। এবার রাজ্যে এই প্রকল্প করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্র কোনও টাকাই না দেওয়ায় রাজ্যকে নিজেদের আয় নিজেকেই করতে হচ্ছে, সেই কারণেই এই ধরনের প্রকল্প শুরু করা হচ্ছে। এখানেও বহু লোকের কর্মসংস্থান হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।