এবার বিমান নির্মাণকারী সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)-এর অংশীদারিত্ব বিক্রি করে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, OFS বা Offer For Sale-এর মাধ্যমে হ্যালে নিজেদের নিজেদের ১০ শতাংশ পর্যন্ত শেয়ার বিক্রি করবে সরকার। দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজস তৈরি করেছে হ্যাল। এই OFS-এর জন্য ন্যূনতম দর শেয়ার পিছু ১০০১ টাকা রাখা হয়েছে। নন রিটেল ইনভেস্টরদের জন্য বৃহস্পতিবার থেকে OFS খুলবে। হ্যাল একটি নবরত্ন সংস্থা। ২০০৭ সালে হ্যাল নবরত্ন সংস্থার মর্যাদা পেয়েছিল। উত্পাদিত সামগ্রীর মূল্যের হিসেবে এটি প্রতিরক্ষা ক্ষেত্রের সবথেকে বড় সরকারি সংস্থা। বিমান, হেলিকপ্টার, অ্যারোস্পেস স্ট্রাকচার, বিমানের যন্ত্রাংশের উত্পাদনের পাশাপাশি নকশা তৈরি এবং রক্ষণাবেক্ষণের কাজ করে হ্যাল। নিজস্ব রিসার্চের উপরে ভিত্তি করেই উত্পাদন এবং নকশা তৈরির কাজ করে HAL।