মালদা

মালদায় কংগ্রেসের শ্রমিক দিবস উদযাপন

হক জাফর ইমাম, মালদাঃ মালদায় কংগ্রেসের শ্রমিকনেতাদের শ্রমিক দিবস উদযাপন। এদিন মালদায় হাজির থাকলেন ইনটাক রাজ্য সভাপতি কামরুজ্জামান কামার, রাজ্য সম্পাদক দেবেন্দ্র মিত্র। সভাপতি পদে আসীন হওয়ার পর লক্ষী গুহর নেতৃত্বে সংগঠনের এই প্রথম বড় কর্মসূচী। বর্ণাঢ্য পদযাত্রার মধ্যদিয়ে বুধবার ইনটাক এর উদ্যোগে মালদায় পালিত হয় শ্রমিক দিবস। সংগঠনের রাজ্য নেতা ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক আসিফ মেহেবুব, ইনটাক সভাপতি লক্ষী গুহ, শ্রমিক নেতা কাজী নজরুল ইসলাম, সন্দীপ সাহা, বাবুল সেখ,বাপ্পাদিত্য চৌধুরী প্রমুখ। আন্তর্জাতিক

শ্রমিক দিবস উপলক্ষে বুধবার শহরের রথবাড়ীতে অবস্থিত ইনটাক কার্যালয় ইন্দিরা ভবন সাজিয়ে তোলা হয়। এদিন সকাল ১০ টায় প্রয়াত শ্রমিক নেতা বিশ্বনাথ গুহর আবক্ষ মুর্তিতে মাল্যদানের মধ্যদিয়ে মে দিবস উদযাপনের সূচনা হয়। তার পরই বর্ণাঢ্য মিছিলে পা মেলান হাজারো শ্রমিক। এই দিনে উপস্থিত রাজ্য আই এন টি ইউ সির সভাপতি মোঃ কামরুজ্জামান সংবাদমাধ্যমকে জানান, ১ সেপ্টেম্বরে মার্কিন মুলুকে প্রথম পালিত হয় মে দিবস। উনিশ শতকে শিল্পপতিরা শ্রমিকদের ওপর যথেচ্ছাচার চালাতেন এবং তাঁদের বাধ্য করতেন দিনে ১৫ ঘন্টা কাজ করতে। অবশেষে একটি গন অভ্যুত্থানের মাধ্যমে শ্রমিকরা

বেতনসহ ছুটি এবং নায্য শ্রমমূল্যের দাবী তোলে। তাঁদের দাবির আওতায় দিনে আট ঘন্টা শ্রমের উল্লেখও ছিল। তাঁর পর থেকেই প্রতি বছর এই বিশেষ দিনটি শ্রমিক দিবস হিসাবে পালিত হয়। ভারতে শ্রমিক দিবস প্রথম পালিত হয় ১৯২৩ সালে মাদ্রাজে অর্থাৎ এখনকার চেন্নাইয়ে। অনুষ্ঠান শেষে মালদা জেলা আই এন টি ইউ সির সভাপতি লক্ষী গুহ সংবাদমাধ্যমকে জানান প্রতি বছরের ন্যায় এ বছরও আন্তর্জাতিক মে দিবস পালন করা হয়েছে। তাছাড়া আমাদের শ্রমিকের বিভিন্ন দাবি দাবা নিয়ে আলোচনা করা হবে।আমাদের রাজ্য প্রেসিডেন্ট মোঃ কামরুজ্জামান কামার এসেছেন তার সামনেই সমস্ত আলোচনা করা হবে এবং সঠিক পথে শ্রমিকের দাবি-দাওয়া নিয়ে আমাদের শ্রমিক সংগঠন আন্দোলন করবে।