হক জাফর ইমাম, মালদা: পুরাতন মালদার মঙ্গলবাড়ী পাড়া সামুন্ডায়ি এলাকায় অবস্থিত লঙ্কাপতি পীরবাবার মাজারে বার্ষিক উরুষ মোবারক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই উরুষ কে কেন্দ্র করে বাবার মাজারে একটি ধর্মীয় সভার আয়োজন করা হয় ।এই ধর্মীয় সভায় এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম ধর্মাবলম্বী মানুষ অংশ নেয় এছাড়াও অন্যান্য ধর্মাবলি মানুষ অংশগ্রহণ করেন। এই দিনের উরুষ মোবারকে কেন্দ্র করে বাবার মাজারের আশপাশ এলাকায় একটি জমজমাট মেলা বসে। উরুষ পর্ব অনুষ্ঠানটি এশার নামাজের পর শুরু হয়। পাড়ার বিভিন্ন এলাকা থেকে শোভাযাত্রা সহকারে চাদর নিয়ে আসে এবং এখানে এই লঙ্কাপতি পীর বাবার মাজারে চাদর পরশ করা হয়। সবশেষে বিশ্বশান্তি উদ্দেশ্যে দোয়া করা হয়। ফাতিয়া শেষে আগত দর্শনার্থীদের মধ্যে সিন্নি বিতরণ করা হয় । এই বাবার উরুষে বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেয় এবং নিজের মনস্কামনা পূরণের জন্য মানত করে এবং যাদের মনস্কামনা পূর্ণ হয়ে যায় তারা বাবার মাজারে শিন্নি এবং চাদর পেশ করে। জানা যায় এই লঙ্কাপতি বাবা শ্রীলঙ্কা থেকে এসেছিলেন ধর্ম প্রচার করতে এবং পাড়া সামুন্ডায় এই দরগা মোড়ে এসে তিনি আস্তানা গেড়ে ছিলেন এবং বাবা এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এখানেই বাবাকে সমাধি করা হয় সেই থেকে বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই উরুষ মোবারক অনুষ্ঠান হয়।