দেশ

‘প্রতিরক্ষামন্ত্রীর বয়ানেই স্পষ্ট চিনা অনুপ্রবেশ নিয়ে বিভ্রান্ত করেছেন প্রধানমন্ত্রী’, টুইট রাহুলের

চিন ইস্যুতে প্রধানমন্ত্রীর অবস্থান নিয়ে ফের একবার প্রশ্ন তুললেন রাহুল গান্ধি ৷ আজ লোকসভায় ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বিবৃতির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধির দাবি, ‘প্রতিরক্ষামন্ত্রীর এই বয়ানেই স্পষ্ট চিনা অনুপ্রবেশ নিয়ে বিভ্রান্ত করেছেন প্রধানমন্ত্রী ৷’ চিন নিয়ে প্রধানমন্ত্রীর এর আগে দেওয়া বয়ানের প্রসঙ্গ তুলে ট্যুইটে রাহুলের কড়া আক্রমণ- ‘মোদিজী আপনি কবে চিনের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন?’ এদিন সংসদে দাঁড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘এর আগেও সীমান্ত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক বার৷ কিন্তু শান্তিপূর্ণ ভাবে তা মিটে গিয়েছে৷ কিন্তু এ বছর পরিস্থিতি একেবারে আলাদা৷ তবে ভারত শান্তিপূর্ণ ভাবে সমস্যা মেটাতে বদ্ধপরিকর৷ লাদাখ সীমান্তে প্রায় ৩৮ হাজার বর্গ কিলোমিটার চিন বেআইনি ভাবে দখলের চেষ্টা করে যাচ্ছে৷ তবে আমি নিশ্চিত করতে চাই, আমাদের বাহিনীর উত্‍সাহ ও উদ্দীপনা তুঙ্গে৷ এ বিষয়ে কোনও সন্দেহ নেই৷ প্রধানমন্ত্রীর লাদাখ সফর দেশবাসীকে বার্তা দিয়েছে, সেনাবাহনীর সঙ্গে রয়েছে গোটা দেশ৷’ রাজনাথ সিংয়ের এই বিবৃতি শোনার পরই লোকসভা থেকে ওয়াক-আউট করে কংগ্রেস৷ তারপরই ট্যুইটে কংগ্রেস নেতা রাহুল গান্ধি প্রশ্ন তোলেন, ‘সারা দেশ এই পরিস্থিতিতে ভারতীয় সেনার পাশে রয়েছে ৷ থাকবেও কিন্তু মোদিজি আপনি কবে চিনের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন? চিনের থেকে আমাদের দেশের অধিগ্রহণ করে থাকা অংশ ছিনিয়ে আনবেন? চিনের নাম নিতে ভয় পাচ্ছেন কেন? ভয় পাবেন না ৷ ’