বিবিধ

ভারতী এয়ারটেল সঙ্গে পেপসিকোর জোট, এবার থেকে চিপস কিনলে ইন্টারনেট ডেটা ফ্রি

 লেজ চিপস কিনলে এক থেকে দুই জিবি ইন্টারনেট ডেটা একেবারে বিনামূল্যে। আবার ধরুন, কুড়কুড়ে কিনলেন, তাহলেও পাবেন ফ্রি নেট ডেটা। মোদ্দা কথা, কুচমুচে স্ন্যাকসের সঙ্গে একেবারে তরতাজা নেট ডেটা ফ্রি। অবিশ্বাস্য মনে হলেও সত্যি। ভারতী এয়ারটেল সম্প্রতি পেপসিকোর সঙ্গে জোট বেঁধে বড়সড় অফার এনেছে। এয়ারটেল গ্রাহকদের জন্যই এই বিশেষ সুবিধা। লেজ চিপস, কুড়কুড়ে আঙ্কল চিপস ও ডরিটসের প্রতি প্যাকেটে মিলবে এই সুবিধা। সেটা কেমন? যদি আঙ্কল চিপসের ১০ টাকার প্যাকেট কেনা হয় তাহলে পাওয়া যাবে ১ জিবি এয়ারটেল ইন্টারনেট ডেটা। যদি বড় ২০ টাকার প্যাকেট কেনা হয় তাহলে মিলবে ২ জিবি নেট ডেটা। গ্রাহক টানকে ভারতের টেলিকম কোম্পানিগুলি প্রায়ই নানারকম আকর্ষক ডেটা নিয়ে আসে। ইন্টারনেটের রকমারি ডেটা পেতে রিল্যায়ান্স জিও-র বিভিন্ন প্যাকেজ আছে। তাই প্রতিযোগিতার বাজার বেশ কঠিন। এয়ারটেলও সেখানে পিছিয়ে থাকবে কেন। তাই সেপ্টেম্বরের গোড়াতেই স্ন্যাকসের সঙ্গে ফ্রি নেট ডেটা নিয়ে আসার ঘোষণা করেছে এয়ারটেল। এই ডেটা পেতে হলে গ্রাহকদের চিপস বা কুড়কুড়ের প্যাকেট কিনে তার পিছনে দেওয়া কুপন কোড নোট করতে হবে। এরপর এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে মাই কুপন অপশনে গিয়ে সেই কোড লিখে পাঠাতে হবে, অর্থাত্‍ রেডিম করতে হবে। সেটা করার পরে এয়ারটেল অ্যাপে ডেটা প্যাক ক্রেডিট হয়ে যাবে। এরপরে নিজের নম্বরে সেই ডেটা অ্যাকটিভ করা যাবে।