দেশ

আয়কর রিটার্ন জমার শেষ তারিখ ৩০ নভেম্বর

নয়াদিল্লি: অতিমারীর জেরে ২০১৯-২০ অর্থবর্ষে আরও পিছল আয়কর জমা (ITR) দেওয়ার তারিখ। ৩০ সেপ্টেম্বরের পরিবর্তে দু’মাস পিছিয়ে দিন ধার্য হল ৩০ নভেম্বর। করোনা অতিমারীর জেরে ২০১৯-২০ অর্থবর্ষে আয়কর জমা দেওয়ার সময়সীমা ইতিমধ্যেই চারবার বাড়ানো হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT)-র তরফে জানানো হয়েছে, অতিমারীর জেরে চরম সমস্যায় পড়েছেন করদাতারা। যার জন্যই আরও একবার আয়কর জমা দেওয়ার তারিখ ৩০ সেপ্টেম্বর থেকে পিছিয়ে ৩০ নভেম্বর স্থির করা হল। ৩১ মার্চ পর্যন্তই সাধারণত কর জমা দেওয়ার শেষ তারিখ থাকে। সেই তারিখ ক্রমশ পিছিয়ে দেওয়া হয়েছে। প্রথমে ৩০ জুন, পরে ২১ জুলাই। সেই তারিখও পিছিয়ে ৩০ সেপ্টেম্বর করে দেওয়া হয়। কিন্তু করোনা সঙ্কটের কারণে ৩০ সেপ্টেম্বরের তারিখ পিছিয়ে ৩০ নভেম্বর ধার্য করা হল।