দেশ

আনলক ৫-এর গাইডলাইন প্রকাশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের, খুলছে স্কুল-কলেজ, সিনেমা হল, মাল্টিপ্লেক্স এবং সুইমিং পুল

প্রকাশিত হল আনলক ৫-এর গাইডলাইন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা গাইডলাইনে বলা হয়েছে, ৩১ অক্টোবর পর্যন্ত কনটেইনমেন্ট জোনগুলিতে লকডাউন কঠোরবাবে বলবত্‍ থাকবে। আগামী ১৫ অক্টোবর থেকে খুলে যাচ্ছে সিনেমা হল, মাল্টিপ্লেক্স, ট্রেনিংয়ের জন্য খুলছে সুইমিং পুল ও বিনোদন পার্ক। তবে সিনেমা-থিয়েটার বা মাল্টিপ্লেক্সে দর্শকাসনের ৫০ শতাংশ টিকিটই বিক্রি করা যাবে। কেন্দ্রের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। যার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রক আলাদা এসওপি জারি করবে। স্কুল, কোচিং সেন্টারগুলি কবে খুলবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ১৫ অক্টোবরের পর। তবে হল কর্তৃপক্ষগুলির উদ্দেশে কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে, একটা শো শেষ হওয়ার পর আর একটা শো শুরু হওয়ার আগে মাঝে যে সময় থাকবে তার মধ্যেই গোটা হল স্যানিটাইজ করার কাজ করতে হবে। হলের মধ্যে মাস্ক পরা বাধ্যতামূলক। একইসঙ্গে খেলোয়াড়দের ট্রেনিংয়ের জন্য খুলে দেওয়া হচ্ছে সুইমিং পুল। স্কুল বা কোচিং খোলার ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হল? কেন্দ্রের তরফে জানানো হয়েছে, অভিভাবকদের অনুমতি থাকলে ১৫ অক্টোবরের পর এ নিয়ে রাজ্যগুলি নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারে। অনলাইন ক্লাস আগের মতোই চলবে। সামাজিক অনুষ্ঠান, খেলা, বিনোদন কিংবা রাজনৈতিক জমায়েতের ক্ষেত্রে আগের মতোই ১০০ জনকে একসঙ্গে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হবে। তবে কন্টেনমেন্ট জোনের আওতায় কোনওরকম অনুষ্ঠান বা জমায়েত করা যাবে না বলেই জানিয়েছে কেন্দ্র।এছাড়া কন্টেনমেন্ট জোনে ৩১ অক্টোবর অবধি কড়া লকডাউন বিধি জারি থাকবে। আন্তর্জাতিক বিমান চলাচলে থাকছে নিষেধাজ্ঞা। দেখে নিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সেই নির্দেশিকা –