কলকাতাঃ কলকাতায় মধ্য রাতেই হানা দিতে পারে ঘূর্ণিঝড় ফেনি। উড়িশায় তাণ্ডব চালিয়ে বাংলার খুব কাছে এসে গেছে ফেনি। এখন দীঘায় কাছে পৌঁছে গেছে ফেনি। বিমানবন্দর কতৃপক্ষ আগেই বন্ধ রেখেছে সমস্ত উড়ান যাত্রীর সুরক্ষার কথা ভেবে। শুক্রবার রাত ৯ টা থেকে শনিবার সন্ধ্যে ৬ টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বিমান ওঠা নামার উপরে নিষেধআজ্ঞা জারি করা হয়েছে। নেওয়া হয়েছে বিশেষ সর্তকতা। এছাড়া ফেনিকে রুখতে কলকাতা বিমানবন্দরে বিশেষ বাঙ্কার তৈরি করা হচ্ছে।