দেশ

ফেনির তান্ডবে ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রীর

ঘূর্ণিঝড় ফেনির তান্ডবে ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সকালে ক্ষয়ক্ষতি সম্পর্কে খোঁজ নিতে প্রধানমন্ত্রী ফোন করে কথা বলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে। এখনও পর্যন্ত ওড়িশায় ফেনির হানায় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেয়েছে। ঘূর্ণিঝড় বিধ্বস্ত রাজ্যে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। সূত্রের খবর, ঘূর্ণিঝড় ফেনিতে ক্ষয়ক্ষতির পর্যবেক্ষণ করতে ওড়িশা সফরে আসবেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে ঘূর্ণিঝড় ফেনি পুরীতে আঘাত হানে। এরপর শুক্রবার মধ্যরাতে তা পশ্চিমবঙ্গে প্রবেশ করে। সকাল আটটা নাগাদ তা পশ্চিমবঙ্গ অতিক্রম করে বাংলাদেশে ঢুকে যায়।