দেশ

এবার ট্রেন ছাড়ার আধ ঘণ্টা আগে তৈরি হবে রিজার্ভেশন চার্ট

ট্রেন ছাড়ার আধ ঘণ্টা আগেই তৈরি হবে দ্বিতীয় রিজার্ভেশন চার্ট। সংরক্ষিত শ্রেণীর দ্বিতীয় যাত্রী তালিকা তৈরির ক্ষেত্রে করোনা-পূর্ব সময়েই ফিরছে রেল। এমনি ঘোষণা করেছে রেল বোর্ড। রেলমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা পরিস্থিতিতে কিছুদিনের জন্য ট্রেন ছাড়ার অন্তত দু’ঘণ্টা আগে সেকেন্ড রিজার্ভেশন চার্ট তৈরি করা হচ্ছিল। কিন্তু বিভিন্ন রেলওয়ে জোনের অনুরোধ মেনে ফের আগের অবস্থানেই ফিরে যাওয়া হচ্ছে। এদিন রেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সেকেন্ড রিজার্ভেশন চার্ট তৈরির ক্ষেত্রে আগের ব্যবস্থা কার্যকর হবে ১০ অক্টোবর থেকে। অর্থাৎ, ১০ অক্টোবর থেকে আগের মতোই ট্রেন ছাড়ার অন্তত ৩০ মিনিট আগে প্রস্তুত করা হবে সেকেন্ড রিজার্ভেশন চার্ট। সেইমতোই সংরক্ষিত শ্রেণীর দ্বিতীয় যাত্রী তালিকা তৈরির আগে সংশ্লিষ্ট ট্রেনের টিকিট বুকিং পরিষেবাও চালু থাকবে। সমস্ত রেলওয়ে জোনের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজারদের এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে দিয়েছেন রেল বোর্ডের ডিরেক্টর প্যাসেঞ্জার মার্কেটিং শেলী শ্রীবাস্তব। ট্রেন ছাড়ার অন্তত চার ঘণ্টা আগে ফার্স্ট রিজার্ভেশন চার্ট প্রস্তুত করে রেল। তারপর দ্বিতীয় তালিকা তৈরির আগে পর্যন্ত ফার্স্ট-কাম-ফার্স্ট-সার্ভের ভিত্তিতে সংশ্লিষ্ট ট্রেনের টিকিট বুকিং হয়।