দেশ

মিয়ানমারে তেল পরিশোধনাগার নির্মাণের প্রস্তাব ভারতের

মিয়ানমারের ক্রমবর্ধমান জ্বালানি খাতে ক্রমাগতই বিনিয়োগ বাড়াচ্ছে চিন। আর চিনের এই বিনিয়োগ ঠেকাতে এবার মিয়ানমারে ৬০০ কোটি ডলার (প্রায় ৫০ হাজার ৭০৯ কোটি টাকা) ব্যয়ে একটি পেট্রোলিয়াম পরিশোধনাগার নির্মাণের প্রস্তাব দিয়েছে ভারত।সম্প্রতি ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা ও সেনাপ্রধান এমএম নারাভানের মিয়ানমার সফরকালে একটি পেট্রোলিয়াম পরিশোধনাগার নির্মাণের সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠকে আলোচনা হয়েছে। ঐ বৈঠকেই ভারতের পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়। এই সফরে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সুচি ও সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের সঙ্গে সাক্ষাত করেন তারা। এ সময় করোনা মোকাবেলায় সহযোগিতা করতে সু চির হাতে ৩ হাজার ভায়াল রেমডেসিভির ভারতের পক্ষ থেকে তুলে দেয়া হয়।ভারত সরকারের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ইয়াঙ্গুনের নিকটবর্তী থানলিনে জ্বালানি তেল পরিশোধনাগারটি নির্মাণের প্রস্তাব ভারতের পক্ষ থেকেই উত্থাপন করা হয়েছে। ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল) প্রকল্পটিতে আগ্রহ প্রকাশ করেছে। এ প্রকল্প থেকে উভয় দেশই লাভবান হতে পারে।জানা গেছে, মিয়ানমারের জ্বালানি খাতে বিদেশী বিনিয়োগের ৭০ শতাংশেরই যোগান দেয় চীন। মিয়ানমারে জ্বালানি তেল পরিশোধনাগারের সংখ্যাও খুবই অপর্যাপ্ত এবং দেশটির স্থানীয় জ্বালানি চাহিদার বড় একটি অংশই আমদানিনির্ভর।দ্বিপক্ষীয় বৈঠকে সীমান্তে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয় বলে ভারত সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে। বৈঠকে উভয় দেশের পক্ষ থেকেই নিজ নিজ এলাকায় অন্য দেশের জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত কর্মকাণ্ড হতে না দেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।