দেশ

মোদি সরকারের বেসরকারীকরণের প্রতিবাদে আগামী ১২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে প্রতিরক্ষা কর্মীরা

প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ তথ্য সংবাদমাধ্যমের সামনে ফাঁস হয়ে যাওয়া নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়ে রাষ্ট্রপতি ও প্রতিরক্ষা মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে তিনটি ডিফেন্স এমপ্লয়েজ ইউনিয়ন। এমনকী, অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড বেসরকারীকরণের প্রতিবাদে বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আগামী ১২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে বসার প্রস্তুতি নিয়েছে প্রতিরক্ষা কর্মচারীরা। তাঁদের অভিযোগ, একটি নির্দিষ্ট নিয়মের মাধ্যমে প্রচার করেই অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের মত সরকারি প্রতিষ্ঠানকে কলঙ্কিত করার চেষ্টা চালাচ্ছে সরকার। গত ১ অক্টোবর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে পাঠানো একটি চিঠিতে অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন, ইন্ডিয়ান ন্যাশনাল ডিফেন্স ওয়ার্কার্স ফেডারেশন এবং ভারতীয় প্রতিরক্ষা মজদুর সঙ্ঘ (বিপিএমএস) জানিয়েছে, অবিলম্বে সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে জাতীয় নিরাপত্তার বিষয়ে এই তথ্য ফাঁসের সত্যতা বের করে আনতে হবে। এর পিছনে যে বা যারা রয়েছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক বলেও আবেদন করা হয়েছে।