জেলা

ফেনির তান্ডবে মেদিনীপুরে ভেঙে পড়ল প্রায় ২০টি বাড়ি

প্রিয়াঙ্কা সেনগুপ্তঃ ফেনি এখনো হানা দেয়নি মেদিনীপুর শহর সহ পশ্চিম মেদিনীপুরে। ইতিমধ্যেই ভেঙে পড়ল প্রায় ২০ টি বাড়ি। ফাটল ধরেছে বহু বাড়ীতে। ঝোড়ো হাওয়ার তান্ডবে ভেঙে পড়েছে মেদিনীপুর রেল স্টেশনের বোর্ড। শহরের ১১নং১৪নং ওয়ার্ডে ভেঙে পড়েছে বেশ কিছু বাড়ী। শহরের ৫নং ওয়ার্ডে বেশ কিছু বাড়ীতে ফাটল দেখা দিয়েছে। মেদিনীপুর শহর সংলগ্ন তাঁতিগেড়িয়া তে রেড ক্রশের মহিলা হোস্টেলে বেশ কিছু গাছ ভেঙে বিল্ডিং এর এক অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন মেদিনীপুর রেড ক্রশের কর্মকর্তা দেবাশীষ দাস। ক্ষতিগ্রস্থ ওয়ার্ডে খোলা হয়েছে কন্ট্রোল রুম। এদিকে জেলা প্রশাসনের তরফে মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজও শুরু হয়েছে। এছাড়াও শুক্রবার বজ্রাঘাতে মৃত্যু হল একটি শিশুর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের হুমগড় কুঁদরিশোলে। পুলিশ জানিয়েছে মৃতের নাম ভৈরব সাউ(১০)। এদিন দুপুর সাড়ে এগারোটা নাগাদ ঝড় বৃষ্টির সময় সে বাইরে ছিল। সেইসময় বাজ পড়ে মারা যায় ভৈরব।