কলকাতা

কুলপি বন্দর তৈরির অনুমোদন, রাজ্যে একাধিক প্রকল্পে ১৫ হাজার কর্মসংস্থান

তন্ময় উপাধ্যায়, কলকাতাঃ কুলপি বন্দর তৈরির অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১৫ হাজার লোকের কর্মসংস্থান হবে। এই প্রকল্পে মোট ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী অমিত মিত্র। এই প্রকল্পে রাজ্য শিল্প উন্নয়ন নিগমের ১১ শতাংশ অংশীদারিত্ব থাকবে। ২০১৯ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে

রাজ্য সরকারের কাছে কুলপি বন্দর তৈরির প্রস্তাব আসে। সেই প্রস্তাব আজ মন্ত্রিসভার বৈঠকে আলোচিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী কুলপি বন্দর তৈরির অনুমোদন পাওয়া যায়। এই বৈঠকে সিদ্ধান্ত হয়, বন্দর তৈরির জন্য কোনও জমি অধিগ্রহণ করা হবে না। প্রকল্পে এই সংস্থার সঙ্গে রাজ্য শিল্প উন্নয়ন নিগমের ১১ শতাংশ অংশীদার থাকবে। এছাড়া লোকসভা ভোটের আগে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পে গতি আনতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। শিল্পের জন্য বিভিন্ন সংস্থাকে মোট ৩৭ টি প্লট দেওয়া হয়েছে। যার মধ্যে রাজ্য সরকারের অধীনস্থ বোলপুর শিল্পতালুকে ২৩ টি প্লট ও রাজ্যের অন্যত্র ১৪ টি প্লট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।