কলকাতা

পুরোহিত ভাতা ও দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা

কলকাতাঃ গত সপ্তাহে আসন্ন দুর্গাপুজো আয়োজনে পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা এককালীন অনুদান ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহে অর্থ সঙ্কটে ভোগা পুজো কমিটিগুলি যাতে সুষ্ঠভাবে পুজোর আয়োজন করে তার জন্যই এই অনুদান বলে জানান মুখ্যমন্ত্রী। এই অনুদান কেন? এই প্রশ্ন তুলেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা করলেন জনৈক সৌরভ দত্ত। তিনি বাম শ্রমিক সংগঠন সিটু-র নেতা। অপরদিকে পুরোহিত ভাতা নিয়েও একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। দুটি মামলাই শুনবেন বিচারপতি সঞ্জীব ব্যানার্জির ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে আগামী বুধবার এই দুই মামলার শুনানি।