ফের মোদিকে তোপ রাহুলের। আজ একটি দুমিনিটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি টুইটারে লিখেছেন, যেখানে মোদির জন্য ৮৪০০ কোটি টাকা ব্যয়ে মিসাইল প্রুফ বিশেষ বিমানের আয়োজন করছে কেন্দ্র, সেখানে দেশের জওয়ানদের জন্য একটি বুলেটপ্রুফ ট্রাকেরও ব্যবস্থা করেনি তারা। টুইট পোস্টে দেশবাসীর উদ্দেশ্য প্রশ্ন ছুড়েছেন রাহুল, ‘এটা কি ঠিক?’ দুমিনিটের ওই ভিডিও-তে সেনার পোশাকে দুজনকে দেখা যাচ্ছে। তাঁদের মধ্যে একজনকে বলতে শোনা যাচ্ছে, ‘আমরা বুলেটপ্রুফহীন গাড়িতে যাতায়াত করি, যেখানে বুলেটপ্রুফ গাড়িতেও আরোহীরা নিরাপদ নন। ওরা আমাদের জীবন নিয়ে খেলছেন। আমরা আমাদের জীবন নষ্ট করছি।’ আরেকজন ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, ‘খুব খারাপ ব্যবস্থা। আমাদের যাতায়াতের জন্যও খুব খারাপ গাড়ি দেওয়া হয়। সিনিয়ররা বুলেটপ্রুফ গাড়িতে যাতায়াত করেন আর আমরা বুলেটপ্রুফহীন গাড়িতে।’ যদিও কোথায়, কখন, সেনার কোন শাখার জওয়ানদের সঙ্গে ওই ভিডিওটি তোলা হয়েছে তার প্রমাণ মেলেনি। এনিয়ে চলতি সপ্তাহে দুটি বোয়িং বিমানের জন্য কয়েক কোটি টাকা খরচ করায় দ্বিতীয়বার মোদি সরকারের সমালোচনা করলেন রাহুল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বঙ্গনিউজ । দেখুন সেই ভিডিও –