জম্মু-কাশ্মীরঃ আজ সকালে জম্মুর বাস স্ট্যান্ডে গ্রেনেড হামলা চালায় এক যুবক। হামলায় একজন মারা গেছে এবং ৩০ জন আহত হয়েছে।যে গ্রেনেড ছুঁড়েছে তাকে গ্রেফতার করা হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশের মনীশ সিনহা জানিয়েছেন, ঘটনার পর পুলিশ তদন্তে নামলে স্থানীয়রা কিছু সূত্র দেয়। সেখানে জানা যায়, নীল জ্যাকেট পরা একজন সম্ভবত হামলা করেছে। পরে সিসিটিভি ফুটেজেও একই ঘটনা সামনে আসে। সেটা দেখেই স্থানীয় সব পুলিশ থানা ও চত্বরে সতর্ক করে দেওয়া হয়। চিহ্নিত হয় সন্দেহভাজন। পরে তাকে পুলিশ গ্রেফতার করে। তার নাম ইয়াসির ভাট। জেরায় সে দোষ স্বীকার করেছে। এই ইয়াসির জানিয়েছে, হামলার পিছনে রয়েছে হিজবুল জঙ্গিরা। কুলগামের হিজবুল জঙ্গিদের জেলা কম্যান্ডার ফারুক আহমেদ ওরফে ওমর তাকে গ্রেনেড দিয়ে হামলা করতে পাঠিয়েছিল।