জেলা

৫ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার ৪

জলপাইগুড়িঃ আজ দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে জয়গাঁ সংলগ্ন এশিয়ান হাইওয়ে ৪৮-এ জিএসটি মোরে নাকাচেকিং শুরু করেন পুলিশ কর্মীরা। একটি ছোটগাড়িতে মাদাক পাচার করতে গিয়ে পুলিশের নাকাচেকিংয়ের সময় হাতেনাতে ধরা পড়ে যায় মাদক পাচারকারী দলের ৪ দুষ্কৃতী। ঘটনাস্থল থেকেই পুলিশ ওই ৪ দুষ্কৃতীকে গ্ৰেপ্তার করে। সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে এদিন ২৯০ গ্ৰাম ওজনের ব্রাউনসুগার উদ্ধার করে পুলিশ। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। ধৃত মানিক হোসেন (৩১), সিরাজুল মিঞা (৩০), মিলন মিঞা(২৪) ও রবি শা(২৪) জয়গাঁর ঝর্নাবস্তি, ত্রিবেণী টোল ও দারাগাঁওয়ের বাসিন্দা। ধৃতরা পুলিশের জেরায় মালদা থেকে ছোটগাড়ি করে ব্রাইনসুগার জয়গাঁয় নিয়ে আসছিল বলে স্বীকার করেছে। জয়গাঁ থানার ওসি দীপঙ্কর সাহা বলেন, ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের রবিবার জলপাইগুড়ির বিশেষ আদালতে তোলা হবে। পুলিশ জানতে পেরেছে, ধৃতরা মাদক পাচারের পাশাপাশি নিজেরাও নিয়মিত মাদক সেবন করে। জয়গাঁয় পরিচিত ক্রেতাদের নিয়মিত মাদক পৌঁছে দিত এই দুষ্কৃতীরা।