জলপাইগুড়ি থেকে ৪ কোটি টাকার সোনার বিস্কুট সহ গ্রেপ্তার ৩ পাচারকারী। নাগরাকাটা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশিতে নামে। বীরপাড়া, তেলিয়া পাড়া সেবক রোডে তল্লাশি চালানোর সময়ে একটি টাটার চার চাকা গাড়ি থেকে সোনার বিস্কুটগুলি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, অসমের গুয়াহাটি থেকে শিলিগুড়িতে নিয়ে আসা হচ্ছিল সেগুলি। পুলিশ আরও জানিয়েছে দুটি প্যাকেটে মোট আট কেজি ৩০০ গ্রাম সোনার বিস্কুট মিলেছে। যার বাজার মূল্য কমবেশি চার কোটি টাকা। ধৃতরা হল সন্তোষ গাজাগে, কৃষ্ণ মজুমদার এবং মনতোষ বিশ্বাস। এর মধ্যে সন্তোষের বাড়ি মহারাষ্ট্রের পুণেতে। কৃষ্ণ কোচবিহারের যুবক। আর গাড়ির চালক মনতোষ বিশ্বাস অসমের গুয়াহাটির বাসিন্দা। এর পিছনে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।