১৪ দিনের কোয়ারেন্টাইন সম্পূর্ণ হওয়ার আগেই হাসপাতাল ছাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোয়ারেন্টাইনের ৯ দিনের দিন অর্থাৎ গত শনিবার ফের ভোটের প্রচারে নামলেন তিনি। শনিবার দুপুরে হোয়াইট হাউসের ব্যালকনিতে দাঁড়িয়ে বক্তব্য রাখেন তিনি। তবে সবার আগে একটানে খুলে ফেলেন নিজের মাস্ক। এরপর ‘‘আমার দারুণ লাগছে’’ দিয়েই শুরু করেন তাঁর বক্তৃতা। তবে মাত্র ১৮ মিনিট সেখানে দাঁড়িয়ে বক্তৃতা দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জনতার উদ্দেশ্যে বলেন, এই নির্বাচন তাঁদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তিনি দেশবাসীর কাছে অনুরোধ জানান, তাঁরা যেন নিজেদের বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে যান। যদিও হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে, ট্রাম্পের এই বক্তৃতা কোনো নির্বাচনী প্রচার নয়। তবে তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে খুব বেশি খোলসা করে কিছু জানায়নি হোয়াইট হাউস। হোয়াইট হাউসের চিকিৎসক জানিয়েছেন, প্রেসিডেন্টের শরীর থেকে রোগ ছড়ানোর ঝুঁকি নেই। তবে তিনি সম্পূর্ণ সুস্থ হয়েছেন কিনা, সে সম্পর্কে আলোকপাত করেনি হোয়াইট হাউস।