দেশ

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে বলেই লাদাখে চিনা আগ্রাসন:‌ ফারুক আবদুল্লা

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেই লাদাখে চিনা আগ্রাসন বেড়েছে। অনুচ্ছেদ ৩৭০ বিলোপ বেজিং কখনই মেনে নেয়নি। চীনের হস্তক্ষেপেই তা ফিরিয়ে আনা হবে। বললেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাত্‍কারে তিনি বলেন, ‘প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চিন যা করছে, তার মূল কারণ উপত্যকা থেকে অনুচ্ছেদ ৩৭০ বিলোপ। ওরা কখনই এটা মেনে নেয়নি। চিনের প্রেসিডেন্টকে আমি ডেকে আনিনি। ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দোলনায় ঝুলেছেন দু’‌জনে। চেন্নাই নিয়ে গেছেন তাঁকে। দু’‌জনে একসঙ্গে খাওয়া-দাওয়া করেছেন।’‌ কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করতে গিয়েছে ফারুক বলেন, ‘‌গত বছর ৫ আগস্ট সরকার যা করেছে, তা মেনে নেওয়া যায় না।’‌ এমনকী সংসদে জম্মু-কাশ্মীরের সমস্যা নিয়েও তাঁকে বলতে দেওয়া হয়নি, অভিযোগ উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রীর।