বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জনসভা ঘিরে শনিবার অশান্ত হয়ে ওঠে পূর্ব বর্ধমানের জামালপুর। ওই দিন তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর ও পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার হলেন ৪ বিজেপি কর্মী। ধৃতদের নাম উত্তম মালাকার, প্রদীপকুমার ঘোষ, গৌতম মণ্ডল ও অভিজিৎ সরখেল। বর্ধমান শহরের টিকরহাট এলাকায় অভিজিতের বাড়ি। উত্তমের বাড়ি বর্ধমানের ৫ নম্বর ইছলাবাদ এলাকায়। বাকি দুই ধৃত জামালপুর থানার আবুজহাটি ও তেলে গ্রামের বাসিন্দা। জামালপুর থানার পুলিশ শনিবার ঘটনাস্থল থেকেই অভিজিৎ ও উত্তমকে গ্রেপ্তার করে। ওই দিন রাতেই অভিযান চালিয়ে পুলিশ বর্ধমানের বাড়ি থেকে প্রদীপ ও গৌতমকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে পুলিশ লাঠি, লোহার রড, ভাঙা ইটের টুকরো, পাথর ইত্যাদি উদ্ধার করেছে। পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। পাশাপাশি তৃণমূলের পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের বিষয়ে জামালপুর ব্লক তৃণমূল যুব নেতা মইনুর রহমান মিদ্যা পৃথক একটি অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতেও পুলিশ একটি মামলা রুজু করেছে। রবিবার চার ধৃতকেই বর্ধমান আদালতে পেশ করা হয়। ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের হদিশ পেতে তদন্তকারি অফিসার উত্তম ও প্রদীপকে ৭ দিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানান। ভারপ্রাপ্ত সিজেএম কল্লোল ঘোষ ধৃত উত্তম ও প্রদীপের ২ দিনের পুলিশ হেপাজত ও অপর দুই ধৃতকে বিচারবিভাগীয় হেপাজতে পাঠিয়ে বুধবার ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন।