নয়া কৃষি আইনগুলি অসাংবিধানিক। এমন মন্তব্য করে সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিয়েছিলেন কয়েকজন। তাঁরা শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়েছিলেন। তার ভিত্তিতে সোমবার সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে নোটিস পাঠিয়েছে। প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বে গঠিত একটি বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে জবাব দিতে বলেছে চার সপ্তাহের মধ্যে। প্রধান বিচারপতি বাদে বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি এ এস বোপান্না ও বিচারপতি ভি রামসুব্রহ্মণ্যম। যাঁরা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন, তাঁদের মধ্যে আছেন রাষ্ট্রীয় জনতা দলের রাজ্যসভা সদস্য মনোজ ঝা, কেরল থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য টি এন প্রতাপন এবং ডিএমকে-র রাজ্যসভা সদস্য তিরুচি শিবা। সংসদের বাদল অধিবেশনে কৃষি বিল নিয়ে দুই কক্ষেই তীব্র বিরোধিতার মধ্যে পড়তে হয় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে। বিরোধীদের অভিযোগ, ভোটাভুটির রাস্তায় না গিয়ে সরকার গায়ের জোরে বিল পাশ করিয়েছে। বিরোধীদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে সই না করার আবেদন জানানো হয়। তাঁদের দাবি ছিল, ওই বিল পুনর্বিবেচনার জন্য ফের.সংসদে আনা হোক।