করোনা সংক্রমণের কারণে অথবা কনটেইনমেন্ট জোনে থাকার কারণে নিট পরীক্ষা দিতে পারেননি, এমন প্রার্থীদের জন্য আবারও পরীক্ষা নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ১৪ অক্টোবর বুধবার হবে সেই পরীক্ষা। কেন্দ্রীয় সরকার বুধবার পরীক্ষা নেওয়ার কথা শীর্ষ আলাদতে জানিয়েছিল।এদিকে আজ ১২ অক্টোবর নিট পরীক্ষার ফল প্রকাশ করার কথা ছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সির। যদিও আজ সুপ্রিম কোর্ট এনটিএ-কে নির্দেশ দিয়েছে ১৬ অক্টোবর ফলপ্রকাশ করতে। নিট পরীক্ষায় অংশ নেওয়া সবাইকে অফিসিয়াল ওয়েবসাইট ntaneet.nic.in এ চোখ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। পরীক্ষার্থীদের ভারতের প্রিমিয়াম মেডিকেল কলেজগুলিতে ভর্তির জন্য এনটিএ দ্বারা নির্ধারিত ন্যূনতম যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে।