করোনার আবহে বেসরকারি স্কুলগুলির টিউশন ফি-র ব্যাপারে পদক্ষেপ করল কলকাতা হাই কোর্টের। ২০১৯-২০ শিক্ষাবর্ষে সব বেসরকারি স্কুলগুলিকে তাদের টিউশন ফি ২০ শতাংশ কমাতে, মঙ্গলবার নির্দেশ দিল হাই কোর্টের বিচারপতি সঞ্জীব ব্যানার্জি এবং বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আদালতের আরও নির্দেশ, নন-অ্যাকাডেমিক ফি, অর্থাত্ পঠনপাঠন ছাড়া ল্যাবরেটরি চার্জ, ক্রীড়া সহ যে অন্যান্য বিষয়ের জন্য ফি নেয় স্কুলগুলি, সেই সব কিছু মকুব করতে হবে। স্কুলের শিক্ষক এবং কর্মচারীদের বেতন বৃদ্ধি হবে না এই শিক্ষাবর্ষে। স্কুলগুলি পাঁচ শতাংশের বেশি লাভ রাখতে পারবে না। হাই কোর্ট তিন সদস্যের একটি কমিটি গড়েছে। কমিটির একজন সদস্য হাই কোর্টের বিশিষ্ট আইনজীবী তিলক বসু। বাকি দুই সদস্যদের মধ্যে থাকবেন সংশ্লিষ্ট স্কুলের প্রিন্সিপাল এবং মামলাকারীদের আইনজীবীরা। আর্থিকভাবে দুর্বল অভিভাবকদের পরিস্থিতি বিবেচনা করে তাঁদের সন্তানদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ওই কমিটি।