জেলা

বাংলায় লোকাল ট্রেন চালাতে রাজি কেন্দ্র, রাজ্যকে চিঠি দিল রেলমন্ত্রক

লোকাল ট্রেন পরিষেবা চালুর বিষয়ে আলোচনা চেয়ে রাজ্যকে চিঠি দিল রেলমন্ত্রক। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কবে আলোচনা সম্ভব তা-ও জানতে চাওয়া হয়েছে ওই চিঠিতে। এর পরেই জল্পনা তৈরি হয়েছে, তবে কি রাজ্যে দ্রুত লোকাল ট্রেন পরিষেবা চালু হতে চলেছে?রেলের তরফে রাজ্যকে দেওয়া ওই চিঠিতে জানানো হয়েছে, রেলকর্মীদের কাজের জন্য প্রয়োজন অনুসারে বিভিন্ন সেকশনে বিশেষ কিছু ট্রেন চালানো হচ্ছে। তবে ওই ট্রেনগুলিতে সাধারণ মানুষ ওঠার চেষ্টা করেন বলে রেলের পর্যবেক্ষণ। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির জন্য তার অনুমতি দেওয়া হয়নি। ফলে বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ অবরোধ হয় বলে ওই চিঠিতে জানানো হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে তাই রেল মন্ত্রক শহরতলিতে লোকাল ট্রেন চালানোর জন্য রাজ্যের সঙ্গে আলোচনায় আগ্রহী। সেই আলোচনার জন্য সময়ও চাওয়া হয়েছে রেলের তরফে। করোনা পরিস্থিতিতে বিধি নিষেধ মেনেই লোকাল ট্রেন চালাতে প্রস্তুত বলে রেল জানিয়েছে রাজ্যকে। ট্রেন চালানোর জন্য সব প্রস্তুতিও সারা তাদের তরফে। কিন্তু রাজ্যের সবুজ সঙ্কেত ছাড়া সেটা সম্ভব নয়। সে কারণেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আলোচনার জন্য দিন-ক্ষণ চেয়ে রাজ্যকে চিঠি দিয়েছে রেল। ওই আলোচনায় রাজ্য সরকারের অনুমতি মিললেই দ্রুত লোকাল ট্রেন চালু হতে পারে বলে রেলের ইঙ্গিত।পূর্ব রেলের তরফে রাজ্যকে এই চিঠি পাঠানো হয়েছে।