খেলা

৮ উইকেটে জিতল পঞ্জাব

কেএল রাহুল ও ক্রিস গেইলের দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূ্র্ণ ম্যাচে শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কাঙ্খিত জয় হাসিল করল কিংস ইলেভেন পাঞ্জাব।টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শারজার ছোট মাঠ ও ব্যাটিং সহায়ক উইকেটে প্রতিপক্ষের সামনে বড় ইনিংস খাড়া করতে চেয়েছিলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। পরের দিকে পিচ মন্থর হওয়ার সম্ভাবনা থাকায় রান চেজ কঠিন হবে বলে মনে করেছিলেন ভিকে।শুরুটা ভাল হয়নি আরসিবি-র। ১৮ বলে ২০ রান করে আউট হন ডান-হাতি অ্যারন ফিঞ্চ। ১২ বলে ১৮ রান করেন বাঁ-হাতি দেবদত্ত পাড়িক্কল। ৩৯ বলে ৪৮ রান করলেও কিংস ইলেভেন পাঞ্জাবের বোলারদের বিরুদ্ধে চেনা ছন্দে ব্যাট করতে পারেননি বিরাট কোহলি। ১৯ বলে ২৩ রান করেন শিবম দুবে। ব্যর্থ হন এবি ডিভিলিয়ার্সও। ৫ বলে মাত্র ২ রান করেন প্রোটিয়া লেজেন্ড। ক্রিস মরিসের ৮ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।পাঞ্জাবের হয়ে দুর্দান্ত বোলিং করেন মহম্মদ শামি। বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্সের উইকেট নিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার। যদিও নিজের স্পেলের শেষ ওভারে ২৪ রান রান দেন ভারতীয় ফাস্ট বোলার। ২ উইকেট নেন স্পিনার মুরুগান অশ্বিন। ১টি করে উইকেট নেন রবি বিষ্ণোই ও ক্রিস জর্ডন।১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কিংস ইলেভেন পাঞ্জাবের ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ও অধিনায়ক কেএল রাহুলের মধ্যে ৭৮ রানের পার্টনারশিপ হয়। দুর্দান্ত ছন্দে থাকা মায়াঙ্ক ২৫ বলে ৪৫ রান করে আউট হন। এরপর অধিনায়ক রাহুল ও ক্রিস গেইলের মধ্যে ৯৩ রানের পার্টনারশিপ। আইপিএল ২০২০-তে প্রথম ম্যাচ খেলা ‘ইউনিভার্স বস’ পুরনো ছন্দ ফিরে পান। ৪৫ বলে ৫৩ রান করে ২০তম ওভারের পঞ্চম বলে রান আউট হন ক্যারিবিয়ান লেজেন্ড। পাঁচটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। অন্যদিকে ৪৮ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে কমলা টুপি জয়ের লড়াইয়ে নিজেকে আরও এগিয়ে নিয়ে গেলেন পাঞ্জাবের অধিনায়ক। শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান নিকোলাস পুরান।