দেশ

বিজেপি শাসিত অসমে এসআই পরীক্ষার প্রশ্নের দাম ৪০ লক্ষ টাকা, ধৃত আরএসএস নেতা এবং এসপি

ফের ২২ নভেম্বর পরীক্ষা

পুলিশের সাব-‌ইনস্পেক্টরের চাকরির পরীক্ষায় আগাম প্রশ্ন বিক্রি হয়েছে ৪০ লক্ষ টাকায়।‌ চক্রে জড়িত বিজেপি ও আরএসএস নেতা থেকে শুরু করে পুলিশের বড়কর্তারাও। গ্রেপ্তার হয়েছেন খোদ রাজ্যের মুখ্য সচিবের ভাই, করিমগঞ্জের প্রাক্তন পুলিশ সুপার কুমার সঞ্জিত কৃষ্ণা। শনিবার গ্রেপ্তার হলেন আরএসএস নেতা রাজীব পরাশর। টাকা নিয়ে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ ইতিমধ্যেই রাজ্য পুলিশের প্রাক্তন ডিআইজি পিকে দত্ত পুলিশের জালে। কংগ্রেসের অভিযোগ, আরও বড় বড় মাথা যুক্ত থাকলেও তাদের আড়াল করা হচ্ছে। রাঘববোয়ালদের ধরতে বিচারবিভাগীয় তদন্তের দাবি করেছেন বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া। এরই মধ্যে সামনে এসেছে গ্রামোন্নয়ন দপ্তরে নিয়োগেও ব্যাপক দুর্নীতি। পুলিশের সাব-ইনস্পেক্টরের চাকরির প্রশ্নপত্র ৪০ লক্ষ টাকায় বিক্রি হচ্ছিল বিজেপি-‌শাসিত অসমে। কিন্তু প্রশ্ন ফাঁসের ঘটনা প্রকাশ্যে চলে আসায় তদন্তে নামতে বাধ্য হয় পুলিশ। পুলিশি তদন্তে উঠে আসছে বহু চাঞ্চল্যকর তথ্য। খোদ রাজ্য পুলিশের ডিজি অফিসও নাকি চাকরি বিক্রি চক্রের সঙ্গে যুক্ত। বিজেপি-‌র প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় প্রায় প্রতিটি জেলাতেই এজেন্টরা ছড়িয়ে ছিলেন। জেলা পুলিশ সুপারের অফিসও ব্যবহৃত হয়েছে নিয়োগ জালিয়াতিতে। তদন্তে নেমে রাজ্য পুলিশের সিআইডি বিভিন্ন জায়গা থেকে কয়েক কোটি টাকা উদ্ধার করেছে। ইতিমধ্যেই দুই সিনিয়র আইপিএস সিনিয়র অফিসার পুলিশ হেফাজতে। কিন্তু কংগ্রেসের অভিযোগ, পুরোটাই হচ্ছে আইওয়াশ! আসল রাঘববোয়ালেরা দিব্যি ছাড়া পেয়ে যাচ্ছেন। বিরোধী দলনেতা ইতিমধ্যেই বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। তাঁর মতে, সর্বানন্দ সোনোয়ালের আমলে সমস্ত নিয়োগ-‌প্রক্রিয়াই তদন্তের আওতায় আনতে হবে। কারণ এর আগেও নিয়োগ নিয়ে বহু দুর্নীতি প্রকাশ্যে এসেছে। শনিবারই সামনে আসে টাকা নিয়ে গ্রামোন্নয়ন দপ্তরে চাকরি দেওয়ার অভিযোগ। ২০ সেপ্টেম্বর অসম পুলিশের এসআই পরীক্ষায় বসেছিলেন ৬৬ হাজার চাকরিপ্রার্থী। কিন্তু আগেই প্রশ্ন ফাঁস হয়। গুয়াহাটির একটি অতিথিশালায় জনা-‌পঞ্চাশেক চাকরিপ্রার্থী নির্ধারিত দিনের আগেই লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পান। তদন্তে উঠে আসছে, এসআই-‌এর চাকরির জন্য ৪০ লক্ষ টাকা করে আদায় করা হয়েছিল। সব ফাঁস হয়ে যাওয়ায় চাকরির পরীক্ষা বাতিল হয়। ফের ২২ নভেম্বর পরীক্ষা নেওয়া হবে।

ফাইল চিত্র।