দেশ

‘এখন বেপরোয়া হওয়ার সময় নয়, লকডাউন গেলেও করোনা যায়নি’, পুজোর মাঝে বার্তা প্রধানমন্ত্রীর

সামনে দুর্গাপুজো । তার পরই দীপাবলী । উৎসবের মরশুমে জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর । কোরোনার সংক্রমণ রুখতে মার্চ মাসে দেশজুড়ে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে এই নিয়ে সপ্তমবার জাতির উদ্দেশে ভাষণ রাখলেন তিনি । এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘উৎসবের সময় আমাদের বেপরোয়া মনোভাব আমাদের পিছিয়ে দিতে পারে। সতর্কতা বজায় রাখলে তবেই জীবন এগিয়ে চলবে। ছয় ফুটের দূরত্ব, মাস্ক, সময় সময়ে হাত ধোয়া আপনাকে সুরক্ষিত রাখবে। এই উতসবে সকলে সুখী থাকুন এটাই চাই। তবে মনে রাখতে হবে, লকডাউন চলে গেলেও ভাইরাস চলে যায়নি।’ তাই জনচেতনা যাতে বাড়ে সংবাদমাধ্যমের কর্মীদের, সোশ্যাল মিডিয়ায় কাজ করা কর্মীদের আব্হান জানাচ্ছি।’ এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘গত কিছুদিনে অনেক ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে কিছু লোক সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করছেন না, মাস্ক পড়ছেন না। এটা করে শুধু নিজের নয়, পরিবারের সকলকে বিপদে ফেলে দিচ্ছেন, এটা মাথায় রাখবেন। আমেরিকা, ইউরোপের দেশে করোনা কমে গিয়েও ফের বেড়ে গিয়েছে। এটা চিন্তাজনক।’ ভ্যাকসিন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ভারত দুটি তিনটি সম্ভাব্য ভ্যাকসিন নিয়ে কাজ করছে এবং বিশ্বের অন্যান্য দেশগুলির মতো আমরাও একটি ভ্যাকসিন পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছি’। তিনি জানান, ভ্যাকসিন এলেই তা দ্রুত বন্টন করা হবে। প্রত্যেক নাগরিক যাতে ভ্যাকসিন পায়, তার জন্য সবরকমের চেষ্টা চলছে। তাই ভ্যাকসিন না আসা পর্যন্ত বিধি নিষেধে কোনও গাফিলতি নয়।