মালদা

ভারত সেরা কালিয়াচকের ফুটবল দল

হক জাফর ইমাম, মালদাঃ সর্বভারতীয় একটি ফুটবল প্রতিযোগিতায় ভারত সেরা হয়ে ফিরল মালদা কালিয়াচকের স্পোটিং ক্লাব ফুটবল একাডেমির খেলোয়াড়েরা। উত্তর প্রদেশের বীজনুরে সম্প্রতি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বাছাই করা বিভিন্ন ক্লাবকে নিয়ে একটি ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল । টুর্নামেন্টের নাম সেভেন স্টার ফুটবল নেশনাল কাপ ২০১৯। বিভিন্ন এই টুর্নামেন্ট বিভিন্ন রাজ্যে ৪৭ টি ফুটবল দল অংশগ্রহণ করে ।তারমধ্যে মেয়েদের মোট ১৪ টি দল অংশগ্রহণ করে। ১২ বছরের বিভাগে আটটি এবং ১৪ বছরের বিভাগে মোট ২৫ টি দল অংশগ্রহণ করে। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয় নাগপুর, ১২ বছরের বিভাগে চ্যাম্পিয়ন হয় গুজরাট এবং ১৪ বছরের বিভাগে উত্তরাখণ্ড কে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কালিয়াচক স্পোর্টিং ফুটবল একাডেমি ।গোটা টুর্ণামেন্টে সর্বোচ্চ গোলদাতার সম্মান আজিজ ইসলাম ।স্পোর্টিং ক্লাবের মোজাহেদ হোসেন জানান আমরা এ বছর সংস্থার কাছে অংশগ্রহণের আবেদন এর চিঠি পাই ।এই রাজ্য থেকে একটি দল অংশগ্রহণ করে আমাদের ১৪ বছরের মোট ২৫ টি দল ছিল আমরা গোটা ভারতবর্ষে বিভিন্ন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং নগদ অর্থ পুরস্কার পেয়েছে একটা ছোট এলাকায় এই ফুটবল প্রতিভা ভারতবর্ষের মধ্যে সেরা হওয়ায় আমরা সবাই খুব খুশি।”যে দশজন খেলোয়াড় এই ভারতসেরা হয়ে ফিরলো তারা হলো নাজিম সেখ অধিনায়ক ‌ ,আজিজ ইসলাম ,দীপঙ্কর চৌধুরী, রনি ইসলাম আরিফ আক্তার, মনিরুল ইসলাম মসাঈদ মোমিন, সাহিল আহমেদ, আনসারুল নাদাপ সহকারী কোচ মোজাহেদ হোসেন মেন কোচ।