দেশ

‘‌বিনামূল্যে করোনা টিকা শুধু বিহারে কেন?’‌ বিজেপি-র ইস্তেহার নিয়ে কটাক্ষ বিরোধীদের

 আজ বিহারে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বিজেপি। সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ক্ষমতায় এলে বিহারবাসীকে বিনামূল্যে করোনা টিকা দেবে বিজেপি। সেই নিয়ে প্রশ্ন তুললেন বিরোধীরা। তাঁদের প্রশ্ন, বাকি রাজ্যগুলো কেন বঞ্চিত হবে?‌ বিরোধীরা এও অভিযোগ তুলছে, যে কোভিডের টিকা নিয়েও রাজনীতি করছে মোদি সরকার। টুইটারে রাহুল গান্ধী খোঁচা দিলেন, ‘‌সরকার এইমাত্র ভারতের কোভিড টিকা পাওয়ার পরিকল্পনা ঘোষণা করল। রাজ্যগুলোর নির্বাচন সূচীর দেখে নিন, তাহলেই জানতে পারবেন, কবে করোনার টিকা পাবেন, সঙ্গে আরও মিথ্যে প্রতিশ্রুতি।’‌ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটারে লিখলেন, ‘‌অ-বিজেপি শাসিত রাজ্যগুলোর কী হবে?‌ যেসব ভারতীয় বিজেপি-কে ভোট দেননি, তাঁরা বিনামূল্যে টিকা পাবেন না?‌’‌ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অশ্বীনি চৌবে জানালেন, ‘‌সারা দুনিয়া জুড়ে করোনা টিকা তৈরি হচ্ছে। যখন তৈরি শেষ হবে, আমরা টিকা বিলি নিয়ে পরিকল্পনা করব, কাকে আগে দেওয়া হবে ইত্যাদি। সব রাজ্যকেই বিনামূল্যে করোনা টিকা দেওয়া হবে।’‌ এর মধ্যেই সোশ্যাল সাইটে জনপ্রিয় হয়েছে। ‘‌#‌ভ্যাকসিনিলেকশনিজ্‌ম’‌। শশী থারুরের এই নিয়ে খোঁচা, ‘‌তোমরা আমাকে ভোট দাও। আমি টিকা দেব।’‌ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই মন্তব্য নিয়ে পদক্ষেপ করার জন্য তিনি নির্বাচন কমিশনকে আর্জি জানিয়েছেন। বিজেপি-র এই পদক্ষেপের বিরোধিতা করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।