সফল পরীক্ষামূলক অ্যান্টি – শিপ মিসাইল উৎক্ষেপণ করল ভারতীয় নৌবাহিনী মিসাইল করভেট প্রবাল (য়াইএনএস প্রবাল ) ৷ মিসাইলটি সর্বাধিক রেঞ্জে নির্ভুলতার সঙ্গে আঘাত হেনেছে ৷ ডুবন্ত জাহাজটিই তার প্রমাণ ৷ নৌসেনা জানিয়েছে, প্রবালে রয়েছে ১৬ রাশিয়ান কে আইচ-৩৫ উড়ান অ্যান্টি-শিপ মিসাইল ৷ যার সর্বাধিক রেঞ্জ ঘণ্টায় ১৩০ কিলোমিটার ৷ ধ্বংস হওয়া গোদাবরী ক্লাসের শিপটি ভারতীয় নৌসেনার অন্তর্ভুক্ত করা হয়েছিল ১৯৮৩ সালে ৷