দেশ

শীর্ষ আদালতে মুখ্য বিচারপতিকে যৌন হেনস্থা মামলায় ক্লিনচিট, কোর্টের বাইরে বিক্ষোভের পর জারি ১৪৪ ধারা

নয়াদিল্লিঃ আজ তিন বিচারপতির ইন হাউস কমিটি মুখ্য বিচারপতিকে ক্লিন চিট দিয়েছে। যার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে এদিন। যৌন হেনস্থা মামলায় সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈকে ক্লিনচিট দেওয়ায় শীর্ষ আদালতের বাইরে চলল তুমুল বিক্ষোভ ও প্রতিবাদ। যার জেরে জারি হয় ১৪৪ ধারা। একদল আইনজীবী ও মহিলা সমাজকর্মী বিক্ষোভ শুরু করেন এদিন সকাল থেকে। যদিও বিক্ষোভ শুরু হতেই পুলিশ ব্যবস্থা নেয়। অবৈধ জমায়েত হটিয়ে দেয়। প্রসঙ্গত, সোমবার তিন বিচারপতির ইন-হাউস এনকোয়ারি প্যানেল যৌন হেনস্থার অভিযোগ থেকে রেহাই দিয়েছে সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ-কে। তাঁর বিরুদ্ধে এক মহিলা কিছুদিন আগে যৌন হেনস্থার অভিযোগ এনে সরব হন। সেই অভিযোগ থেকে রেহাই দিয়ে মামলা খারিজ করে দেওয়া হয়।