খেলা

দিল্লিকে ৫৯ রানে হারাল কেকেআর

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫৯ রানের হরিয়ে দুর্দান্ত জয় পেল কেকেআর। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে রান তাড়া করে ম্যাচ জিততে চেয়েছিলেন শ্রেয়স আইয়ার। পিচে ঘাস থাকায় কেকেআর-কে অল্প রানে গুটিয়ে দেওয়াও তাঁদের লক্ষ্য বলে জানিয়েছিলেন দিল্লি অধিনায়ক। সেই মতো শুরুটা দুর্দান্ত করেন দিল্লি ক্যাপিটালসের বোলাররা। ৪২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কেকেআর। ৯, ১৩ এবং ৩ রান করে আউট হন যথাক্রমে ওপেনার শুভমান গিল, রাহুল ত্রিপাঠী এবং দীনেশ কার্তিক। ঠিক এখান থেকেই খেলা ধরে নেন কেকেআরের দ্বিতীয় ওপেনার নীতীশ রানা ও সুনীল নারিন। দুই ব্যাটসম্যানের বিধ্বংসী ব্যাটিংয়ে লাইন ও লেন্থ হারিয় ফেলেন দিল্লির বোলাররা। মাঠের সবদিকে শট খেলেন নীতীশ রানা ও সুনীল নারিন। দিল্লি ক্যাপিটালসের কার্যত সব বোলারকেই অবলীলায় মাঠের বাইরে পাঠান দুই ব্যাটসম্যান। রানা ও নারিনের মধ্যে ১১৫ রানের পার্টনারশিপ হয়। চার ম্যাচ পর মাঠে নেমে ৩২ বলে ৬৪ রানের অনবদ্য ইনিংস খেলেন ক্যারিবিয়ান অল রাউন্ডার। ছটি চার ও চারটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ৫৩ বলে ৮১ রান করেন রানা। ১৩টি টার ও একটি ছয় আসে তাঁর ব্যাট থেকে। ডেথ ওভারে বলে রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান। দিল্লি ক্যাপিটালসের হয়ে ২টি করে উইকেট নেন কাগিসো রাবাডা ও আনরিচ নরকিয়া। দুই উইকেট নেন মার্কাস স্টইনিসও। ১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলতে সক্ষম হয় দিল্লি ক্যাপিটালস। কেকেআরের হয়ে ৪ ওভার বল করে ২০ রান দিয়ে পাঁচ উইকেট নেন স্পিনার বরুণ চক্রবর্তী। তিন উইকেট নেন পেসার প্যাট কামিন্স।