দেশ

‘করোনা আবহে খাদি মাস্ক জনপ্রিয়’, মন কী বাতে বললেন মোদি

ভারতের খাদি সামগ্রীর দুনিয়া জুড়ে আকর্ষণ দেখে আপ্লুত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, দেশে খাদি মাস্ক জনপ্রিয় হয়ে উঠেছে। আর বিশ্বের অন্যান্য দেশেও আয়ুর্বেদ, যোগার মতো প্রভাবিত করেছে খাদি সামগ্রী। ভারত দেখিয়ে দিয়েছে, খাদি সামগ্রী শুধু একটা বস্ত্র নয়, এটা একটা জীবন পদ্ধতি। প্রধানমন্ত্রী কথায়, করোনার সময়ে খাদির মাস্ক জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন রাজ্যে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা খাদির মাস্ক তৈরি করছেন। দেশের বিভিন্ন জায়গায় খাদি গুরুত্ব পাচ্ছে। খাদি যে একটা জীবনপদ্ধতি হয়ে উঠেছে, তা তিনি এক মেক্সিকানের আবেগের কাহিনিতে বুঝিয়ে দিয়েছেন। ওই মেক্সিকানকে মহাত্মা গান্ধীর আশ্রম পর্যন্ত টেনে এনেছিল খাদির আবেগ। মোদি বলেন, আমরা এখন লোকালের জন্য ভোকাল হয়েছি। খাদি সামগ্রীর জনপ্রিয়তা প্রমাণ করেছে আমরা আত্মনির্ভর হওয়ার চেষ্টা করছি। খাদির সামগ্রী ব্যবহারের বার্তা দিয়ে তিনি বলেন গোটা বিশ্ব আজ এদিকে চলেছে। দুনিয়ায় অনেক জায়গাতেই খাদি সামগ্রী তৈরি হচ্ছে। বিশ্বায়ন হয়েছে খাদির। মন কী বাতে মোদি বলেন, করোনা আবহে দুর্গাপুজো হচ্ছে, এই সময়ে যেমন উত্‍সবটাও জরুরি, আবার করোনা মহামারী রোধে সংযম রক্ষাও জরুরি। মানুষ সংযমী হয়েছেন। পুজোর মণ্ডপে আগের মতো ভিড় হয়নি। মানুষ সংযত থেকেছেন। সংযমের শিক্ষা নিয়েছেন করোনা মহামারী থেকে। তিনি বলেন, আজকাল আমাদের ঐতিহ্যবাহী খেলা মল্লখাম্ব অনেক দেশে জনপ্রিয় হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে চিন্ময় ও প্রজ্ঞা পাটঙ্কর যখন মল্লাখাম্বের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছিলেন, তখন তাঁদেরও ধারণা ছিল না যে এটি এতটা সাফল্য লাভ করবে। আজ মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক মল্লখম্ব প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এছাড়াও মন কী বাতে পুলওয়ামার শহিদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ প্রদান করেন নরেন্দ্র মোদি। শহিদ জওয়ানদের পরিবারের পাশে থাকার বার্তাও দেন প্রধানমন্ত্রী। বলেন, আমাদের সেইসব সাহসীদের স্মরণ করতে হবে যারা এই উত্‍সবের সময়ে সীমান্তে দাঁড়িয়ে এবং মাদার ইন্ডিয়ার সেবা এবং সুরক্ষা দিচ্ছেন। তাদের স্মরণ করে উদযাপন করতে হবে উত্‍সবগুলি। আমাদের ভারতে প্রদীপ জ্বালাতে হবে মাদার ইন্ডিয়ার এই সাহসী পুত্র ও কন্যাদের সম্মানে। মোদি বলেন, উত্‍সবের সময়েও মনে রাখবেন আমাদের লকডাউনের সময়ের কথা। এই সময়ে আমরা সমাজের সেই ঘনিষ্ঠ সহযোগীদেরকে জানতে পারি যাদের ছাড়া আমাদের জীবন খুব কঠিন হত।