নবমীর শুভ লগ্নে রাজ্যবাসীকে নবমীর শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রবিবার টুইট করে রাজ্যবাসীকে নবমীর শুভেচ্ছা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘সকলকে জানাই মহানবমীর শুভেচ্ছা। আজ সকলের মন বলছে, যেও না নবমী নিশি ধুনুচি নাচের তালে, ঢাকের বোলে মায়ের সাথে শেষ দিনটা আনন্দে কাটুক’।