বিমল গুরুংকে পাহাড়ে ঢুকতে দেওয়া হবে না, এই স্লোগান তুলে রবিবার মিছিলে মিছিলে ছয়লাপ হল গোটা দার্জিলিং। শৈল শহর দার্জিলিং ছাড়াও সোনাদা, ঘুম এলাকায় বিনয় তামাং, অনীত থাপাপন্থীদের পক্ষ থেকে এই মিছিলের আয়োজন করা হয়। হাজার হাজার মানুষ এই মিছিলে পা মিলিয়েছিলেন। তবে, বিনয়, অনীত বা তাঁদের প্রথম সারির কেউই মিছিলে ছিলেন না। মিছিলের জেরে পাহাড়ে এদিন তীব্র যানজট হয়। তবে, এই মিছিল নিয়ে পাহাড়ে আলোড়ন পড়েছে। বিনয়দের পরে বিমল গুরুংও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতীস্বীকার করে তিন বছরেরও বেশি সময় পরে গোপন ডেরা থেকে প্রকাশ্যে এসেছেন। বিমল-বিনয় দুই পক্ষই এখন রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে চলছে। তাহলে কেন পাহাড়ে এভাবে মিছিল, পালটা মিছিল হচ্ছে? অনেকে এসব দেখে শুনে নাটকও বলছেন। মোর্ভা পাহাড়ের মানুষকে বোকা বানানোর নয়া পথ নিয়েছে বলেও কটাক্ষ করছেন সাধারণ মানুষ।