দেশ

ভারতীয় মৎস্যজীবীদের উপরে হামলা চালানোর অভিযোগ উঠল শ্রীলঙ্কার নৌসেনার বিরুদ্ধে

গতকাল রাতে ভারতীয় মৎস্যজীবীদের একটি দলের উপরে হামলা চালানোর অভিযোগ উঠল শ্রীলঙ্কার নৌসেনার বিরুদ্ধে। তাদের হামলায় তামিলনাডুর রামেশ্বরমের এক মৎস্যজীবী গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শ্রীলঙ্কা নৌসেনার দাবি, ভারতীয় মৎস্যজীবীদের ওই দলটি তাদের দেশের জলসীমায় প্রবেশ করেছিল। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে মৎস্যজীবীদের দল। তাদের দাবি, তারা ভারতীয় জলসীমাতেই ছিল। তাদের আরও অভিযোগ, শ্রীলঙ্কা নৌসেনার ছোঁড়া পাথরে ছিঁড়ে গিয়েছে মাছ ধরার জাল।
এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে জা‌নিয়েছেন সিনিয়র এক আধিকারিক। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘সমস্ত মৎস্যজীবীই সমুদ্র থেকে ফিরে এসেছেন। কেউ কোনও অভিযোগ জানাননি।’