শারীরিক অবস্থার উন্নতি নেই বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ২০ দিন থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর স্নায়ু ঠিক মতো কাজ করছে না। মস্তিষ্কের স্নায়ু প্রায় অচল হয়ে গিয়েছে। সোমবার রাতেই ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল সৌমিত্রবাবুকে। চিকিৎসকদের মতে তাঁর অবস্থা খুবই সঙ্কটজনক। তাঁর কিডনি কাজ করছে না। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি করার জন্য তাঁর শরীরে প্লাজমা থেরাপিরও প্রয়োগ হতে পারে। মঙ্গলবার নিউরোলজিস্ট এবং নেফ্রোলজিস্টদের একটি বোর্ড এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।
তাঁর চিকিৎসক অরিন্দম কর জানান, ‘তিনি ভালো নেই এবং তাঁর শারীরিক পরিস্থিতির অনেকটাই অবনতি হয়েছে। চিকিৎসকেরা তাঁর পরিবারের সাথে এবিষয়ে আলোচনা করে করা হবে।’ এদিন অরিন্দমবাবু আরও বলেন, ‘তাঁর শরীরে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং আমরা বন্ধ করলেও শরীরে তার প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভ্যন্তরীণ রক্তক্ষরণ, ডিহাইড্রেশন ও ওষুধের প্রতিক্রিয়ায় ইউরিয়া ক্রিয়েটিনিন-এর মাত্রা বৃদ্ধি পেয়েছে। তাঁর প্রস্রাবের পরিমাণও সন্তোষজনক নয়।’চিকিৎসকেরা আরও জানান, বর্তমান পরিস্থিতি থেকে তাঁকে উন্নত অবস্থায় ফিরিয়ে আনার সব রকম চেষ্টা করা হচ্ছে। তবে এই প্রচেষ্টা খুবই কঠিন। প্রতি মুহূর্তে নতুনতর সমস্যা দেখা দিচ্ছে। বার্ধক্যজনিত কারণ, একাধিক মারাত্মক জটিল রোগের সমাহার এবং প্রচুর পরিমাণ ওষুধ প্রয়োগে শারীরিক প্রতিক্রিয়ার কারণে সমস্যা জটিলতর হয়ে দাঁড়াচ্ছে।