লোকাল ট্রেন নিয়ে ঘোষণা নেই
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে মঙ্গলবার ‘আনলক’ নিয়ে পুনরায় নির্দেশিকা জারি করা হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর যে নির্দেশিকা জারি করা হয়েছিল, সেটাই বহাল থাকছে আগামী ৩০ নভেম্বর, ২০২০ পর্যন্ত ৷ অর্থাৎ নতুন করে আর কোনও কিছুতে ছাড় নয় ৷ দু’মাসের জন্য পুরনো সব বিধিনিষেধই জারি থাকবে ৷ নির্দেশে আরও বলা হয়েছে যে কন্টেইনমেন্ট জোনগুলিতে লকডাউনের কড়া নিয়মগুলি জারি থাকবে ৷ এর পাশাপাশি নতুন গাইডলাইন্সে বলা হয়েছে যে ব্যক্তি ও পণ্য চলাচলে দেশের এবং রাজ্যের মধ্যে কোনওরকম বাধা থাকবে না। এর জন্য আলাদা কোনও অনুমতি / অনুমোদন / ই-পারমিটের প্রয়োজন হবে না ৷ আনলক-৫ এর নির্দেশিকা অনুসারে, সিনেমাহল, স্কুল, রাজনৈতিক সভা সমাবেশ ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজন ও অন্যান্য ক্ষেত্রে ছাড়ের ঘোষণা করা হয়েছিল। সুইমিং পুল আগের মতোই বন্ধ থাকবে। সামাজিক, ক্রীড়া, বিনোদন, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশও ছাড় দেওয়া হয়েছিল পঞ্চম পর্যায়ের আনলকে। তবে উপস্থিতির সংখ্যা দু’শোর মধ্যে বেঁধে দেওয়া হয়েছিল। পাশাপাশি মাস্ক পরা, স্যানিটাইজেশন এবং শারীরিক দূরত্ব বজায় রাখার মতো অন্যান্য কোভিডবিধি কঠোর ভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়। সেই নিয়মবিধিই আপাতত কার্যকর থাকছে।