সাতসকালের আহুন লাগে সল্টলেক এফডি ব্লকের পুজোমণ্ডপে। মুহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ল চাঞ্চল্য। তড়িঘড়ি ছুটে এলেন পুজো কর্তারাও। সবাই মিলে হাতে হাত মিলিয়ে শুরু করলেন আগুন নেভানোর কাজ। খবর গেল দমকলেও। খবর পেয়েই ঘটনাস্থলে যাচ্ছেন দমকল মন্ত্রী সুজিত বসু। কিন্তু সকলের চোখের সামনে প্রতিমা সহ পুড়ে ছাই হয়ে গেল সল্টলেক এফডি ব্লকের পুজোমণ্ডপ। স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে, এ দিন সকাল ৬টা ২০ মিনিট নাগাদ ওই মণ্ডপে আচমকাই আগুন লাগে যায়। নিরাপত্তা রক্ষীরা প্রথমে সেই আগুন দেখে কর্তৃপক্ষকে খবর দেন। দমকল তিনটি ইঞ্জিন
এলেও অবশ্য শেষ রক্ষা হয়নি। প্রতিমা সহ সম্পূর্ণ মণ্ডপই পুড়ে গিয়েছে। পুজো উদ্যোক্তাদের দাবি, নিরাপত্তারক্ষীদের থেকে খবর পেয়েই দমকলে খবর দেওয়া হয়েছিল। কিন্তু, নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আজই প্রতিমা বিসর্জনের কথা ছিল। ফলে মণ্ডপে তেমন কিছু ছিল না। কীভাবে আগুন লাগল তা বোঝা যাচ্ছে না। দমকল আধিকারিকদের কথায়, আগুন সম্পূর্ণভাবে নেভার পরই বিষয়টি জানা যাবে। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মণ্ডপের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।