কলকাতা

রাজ্য পুলিশে বড়সড় রদবদল, গোয়েন্দা প্রধানকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, নতুন পদে IPS দময়ন্তী সেন!

রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধানকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়েন্দাপ্রধান রাজশেখরনকে পাঠানো হল অপেক্ষাকৃত কম গুরুত্বের এডিজি(ট্রেনিং) পদে। এডিজি (ট্রেনিং) পদে দময়ন্তী সেনের জায়গায় নিয়ে আসা হল রাজশেখরনকে। তাহলে নতুন গোয়েন্দাপ্রধান কে? যদিও এখনও তা স্পষ্ট করা হয়নি নবান্নের তরফে। কদিন আগে নবান্নে এক বৈঠক চলাকালীন রাজ্যের গোয়েন্দা বিভাগের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিআইডি-কে ঢেলে সাজাবার কথাও বলেছিলেন তিনি। তারপরই এবার রদবদল ঘটল রাজ্য পুলিশে। রাজশেখরণ ছাড়া এডিজি ট্রেনিং পদ থেকে দময়ন্তী সেনকে এডিজি (পলিসি) পদে পাঠানো হল। আবার এডিজি পলিসি পদে থাকা আর শিবকুমারকে আনা হলে এডিজি (ইবি) পদে। এ ছাড়া এডিজি ইবি পদে থাকা আইপিএস কর্তা রাজীব মিশ্রকে আনা হয়েছে এডিজি মডার্নাইজেশন পদে। CID-র নতুন প্রধান কে হচ্ছেন, এখনও পর্যন্ত জানায়নি নবান্ন। তবে প্রশাসনের অন্দরে জল্পনা চলছে, এডিজি সিআইডি-২ পদে আসীন বিশাল গর্গ আপাতত সবকিছু দেখবেন। তিনি CID-র সবথেকে সিনিয়র অফিসার। যতদিন না পদে নতুন কাউকে আনা হচ্ছে, বিশালই রাজ্য গোয়েন্দা বিভাগকে নেতৃত্ব দিতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে।