ট্রাম্পকে টেক্কা দিয়ে হোয়াইট হাউস দখল করে নিলেন জো বিডেন। আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট হচ্ছেন ডেমোক্র্য়াটদের বিডেন। এই প্রথম কোনও মহিলা ভাইস প্রেসিডেন্ট পাচ্ছে মার্কিন মুলুক। ভাইস প্রেসিডেন্ট হচ্ছেব ভারতীয়-আমেরিকান কমলা হ্য়ারিস। পেনসিলভেনিয়ায় জয়ের পরই হোয়াইট হাউস দখলের রাস্তা খুলে যায় বিডেনের কাছে। ২০টি ইলেক্টোরাল ভোট পান বিডেন। যার সুবাদেই মোট ২৮৪টি ইলেক্টোরাল ভোট পান বিডেন। জয়ের জন্য় দরকার ছিল ২৭০টি ইলেক্টোরাল ভোট। বাইডেন ট্যুইটটিতে লেখেন, “আমি এই দেশের কাছে নেতৃত্বের দায়িত্ব প্রদানের জন্য কৃতজ্ঞ। সামনের দিনগুলিতে আমাদের জন্য কঠিন। আমি এটুকু প্রমিস করতে পারি, আমি সকলের প্রেসিডেন্ট হয়ে উঠব।” বাইডেন আশ্বাস দেন, ধর্ম-বর্ণ ধনী দরিদ্র নির্বিশেষে মার্কিন মুলুক সকল আমেরিকানদের। তিনি সব আমেরিকানের প্রেসিডেন্ট।