করোনার আবহের মধ্যেই বাজার আগুন। আলু, পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় সব্জি ও অন্যান্য খাদ্যদ্রব্যের দাম লাফিয়ে বাড়ছে। তা নিয়ে চিন্তিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে তিনি চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সেখানে মমতা লিখেছেন, কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের সুযোগ নিয়ে মজুতদারি বেড়েছে। ডাল, সব্জি, ভোজ্য তেলের নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম আকাশছোঁয়া। চাহিদাও পূরণ করা সম্ভব হচ্ছে না। কৃষি সংক্রান্ত তিনটি আইন বলবৎ করা নিয়ে কেন্দ্রের হঠকারিতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর উদ্দেশে মমতা বলেছেন, এর কুফল ইতিমধ্যে কৃষক ও সাধারণ মানুষের উপর পড়তে শুরু করেছে। রাজ্যের ক্ষমতা খর্ব করে দেওয়ায় এই মুহূর্তে তাঁর পক্ষে পদক্ষেপ নেওয়া সম্ভব নয় একথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী মোদির কাছে তাঁর আর্জি, হয় কেন্দ্র মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ করুক অথবা রাজ্যগুলিকে এসংক্রান্ত ক্ষমতা দেওয়া হোক।